আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা) আয়োজিত ১৮তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সঙ্গীতের তালে তালে একই সঙ্গে সাঁতার, নৃত্যশৈলী এবং শারীরিক নৈপুণ্য প্রদর্শন করছেন ‘ছন্দবদ্ধ সাঁতার’ প্রতিযোগীরা। ছবিটি স্থানীয় সময় শনিবার, ১৩ জুলাই দক্ষিণ কোরিয়ার ইয়োমজু জিমনেসিয়াম থেকে তোলা। ছবি : রয়টার্স