বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। আজ দুপুর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে নিলেন ভারতীয় ক্রিকেট দল। মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিরাট কোহলিরা। এই ভিন্যুতেই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ৪ ডিসেম্বর। পরের দু'টি খেলা অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। ছবি : মোহাম্মদ ইব্রাহিম।