শীত এলেই যেন বিয়ের ধুম পড়ে। বিশেষ করে উপমহাদেশের দেশগুলোতে। নতুন বছরের শুরুতেই বিবাহ অভিযানে নেমে পড়েছেন ক্রিকেট তারকারাও। এই শীতে বিয়ের পিঁড়িতে বসেছেন একঝাঁক তারকা ক্রিকেটার। বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, শান মাসুদ, হারিস রউফ। এ ছাড়া কদিন আগে জীবনের নতুন ইনিংস শুরু করেন দুই ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। ছবি : ক্রিকেট তারকাদের অফিশিয়াল ফেসবুক ও টুইটার থেকে নেওয়া