‘শামীম ওসমান শাস্তির আওতায় আনার মতো আচরণবিধি লঙ্ঘন করেননি’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সংসদ সদস্য শামীম ওসমানকে নোটিশ করে শাস্তির আওতায় আনার মতো আচরণবিধি লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বুধবার নাসিক নির্বাচনের প্রস্তুতি নিয়ে নারায়ণগঞ্জের একটি স্কুলের হল রুমে আয়োজত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, এখন পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণে আছে। নাসিক নির্বাচন ঘিরে সব ধরনের সহিংসতা ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে সিইসি নুরুল হুদা বলেন, ‘সবাইকে আচরণবিধি মানতে হবে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তিনি (শামীম ওসমান) আচরণবিধি ভঙ্গ করতে পারবেন না।’ অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নোটিশ করা হয়নি। কারণ, তিনি বলেছেন শুধু, এরপর বাস্তবায়নে মাঠে নামেননি।’
শামীম ওসমানের সংবাদ সম্মেলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে তা নোটিশ করে শাস্তির আওতায় নিতে হবে—এমন আচরণবিধি লঙ্ঘন করেননি।’