প্রতীক পেয়েই দেবীদ্বার পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণা
কুমিল্লার দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জুন) সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সির ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শামীমকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন), আলহাজ আবুল কাশেম (নারকেলগাছ), এম এ কাইয়ুম ভুইয়া (ক্যারামবোর্ড), শাহজাহান মোল্লা (ইস্ত্রি) অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার (জগ), ব্যবসায়ী শরীফুল ইসলাম সুমন (চামচ) ও সাংবাদিক আবুল খায়ের (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।
এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন।
প্রতীক বরাদ্দ পেয়ে দলীয় সব প্রার্থী মিছিল বের করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। স্বতন্ত্র প্রার্থীরাও প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারাভিযানে অংশ নেন।
আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রচারণা চলবে এবং ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ করা অনুষ্ঠিত হবে।
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ১৮ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
দেবীদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ আর নারী ভোটার ২২ হাজার ৮৯।