‘টেকনোলজি ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা দেখাল ওয়ালটন’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকনোলজি ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছে ওয়ালটন। গত শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার হলরুমে আয়োজিত এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ওয়ালটন লাস ভেগাসের ফেয়ারে অংশ নিয়েছে। জার্মানিতে পণ্য রপ্তানি করেছে। এসব সংবাদ যখন শুনি তখন খুব গর্ববোধ করি। আগে ভাবতাম- জাপান, চীন এসব দেশ টেকনোলজি পণ্য ও কম্পোনেন্টস তৈরি করতে পারবে, আমরা পারব না। কিন্তু এটিএস এক্সপোতে ওয়ালটন তথা বাংলাদেশও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ও টেকনোলজি পণ্য তৈরির সক্ষমতা দেখিয়েছে।’
এম এ মান্নান বলেন, ‘ওয়ালটনের সামনে এগিয়ে যাওয়ার বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। ওয়ালটন এই এক্সপোতে সেই ক্ষমতা দেখিয়েছে। জাপান, জার্মানি, আমেরিকা, ভারত সব দেশের সঙ্গে সমানতালে বাংলাদেশকে সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়ালটন।’
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান শায়েখ ইউসুফ হারুন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফায়েজুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে ভারতের পশ্চিম বাংলার ইলেকট্রনিক্স পণ্য বিপণন প্রতিষ্ঠান ‘সুস্মিতা ইলেকট্রনিক্স প্রাইভেট লি., গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হুন্দাইয়ের অথোরাইজড লাইসেন্সড প্রতিষ্ঠান গোল্ডেনআর্ক কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রাইভেট লি., গোল্ডস্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভানু ইলেকট্রিক্যাল প্রোপার্টিজের সঙ্গে ওয়ালটনের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়।