লভ্যাংশ দেবে না জিএসপি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি জিএসপি ফাইন্যান্স ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান গুনছে । এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে জিএসপি ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লাভ (ইপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ১ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ৮৪ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ২১ টাকা ৩৫ পয়সা। ঘোষিত শূন্য লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, বেলা ১২টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
উল্লেখ্য, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫৭ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫টি। রিজার্ভ ১৫৪ কোটি ২৪ লাখ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৩০ টাকা ৩০ পয়সা। উদ্যোক্ত পলিচালক ৩৩ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারন করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ১৯ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪৭ দশমিক ৩৪ শতাংশ শেয়ার ধারণ করেছে।