শেয়ারবাজারে মূলধন বাড়লেও কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৬ মার্চ)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বেড়েছে বাজারে মূলধন পরিমাণ। তবে লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন ৭০০ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল ছয় হাজার ১৬৬ পয়েন্টে। পরে সূচক উত্থান পতন ঘটে। লেনদেনে শেষে ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। লেনদেন ৭০০ কোটি টাকার ছাড়িয়েছে। ১৭৬ কোম্পানির দর উত্থান হয়।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫২ হাজার ১৭৬ কোটি ৫ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৪৮ হাজার ২০৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। বুধবার সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৬৬ দশমিক ১৩ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪৩ দশমিক শূন্য এক পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ দশমিক ৩৪ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৬টির ও কমেছে ১৫৫টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৩১ কোটি ৩১ লাখ টাকা, আফতাব অটোর ২৭ কোটি ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৭ কোটি ৩৪ লাখ টাকা, বিকন ফার্মার ২৩ কোটি ৪৭ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ১৬ কোটি পাঁচ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৫ কোটি ৮৬ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১৪ কোটি ৬৯ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ১৪ কোটি চার লাখ টাকা এবং গ্রামীণফোনের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।