টানা পতনের পর উত্থানে সূচক
টানা আট কর্মদিবস পতন পর আজ বুধবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। ক্রেতার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। তবে কমেছে বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরুতেই সূচক উত্থান হয়। বেলা বাড়ায় সেই উত্থান বৃত্ত আরও বড় হয়। লেনদেন শেষে ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়েছে। লেনদেনের পরিমাণ ৪০০ কোটি টাকার ঘরে রয়েছে।
জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪২২ কোটি ৮৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৭ হাজার ২৭২ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ৯৭৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৭২ দশমিক ৫৮ পয়েন্টে। ডিএসইএস ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৭ দশমিক ৫৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩২ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০৫টির ও কমেছে ৫২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৪টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বাজারে মূলধনসহ লেনদেন পরিমাণ বেড়েছে। সিএসইতে বুধবার ১৭ কোটি ৮৯ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ৭৭৮ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ১৩ হাজার ৮১১ কোটি ৪৮ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৬০ দশমিক ৪৫ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক সাত দশমিক ২১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৩ দশমিক ৫৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬২ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসআই সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৯টির এবং কমেছে ৫৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২০টির।