জাল ভোট দেওয়ায় যুবকের এক বছর কারাদণ্ড, আটক দুই
হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে দুর্জয় কর্মকার নামের এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার (২১ মে) ভোটের দিন সকাল ১০টার দিকে উপজেলার কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিংকু দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
রিংকু দাস জানান, কামাইছড়া ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে দুর্জয় কর্মকারকে (৩০) এক বছর কারাদণ্ড দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। এ ঘটনায় আরও দুই কিশোরকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক দুজন হচ্ছে বালুছড়া চা বাগানের রিপন সবর (১৪) ও চঞ্চল বার্মিক (১৪)। তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ (চ) ধারার দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।