চাঙ্গা পুঁজিবাজার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১ আগস্ট)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত কর্মদিবস বুধবারের তুলনায় আজ লেনদেন পরিমাণ বেড়েছে। মূলধনের পরিমাণ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৫৫২ কোটি ৭৫ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৪৭০ কোটি ৫৮ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ছয় লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৪৯ হাজার ৩৮৭ কোটি সাত লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে মূলধন বেড়েছে তিন হাজার ৯৮০ কোটি ৯৯ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩৩ দশমিক ৯৩ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৮০ দশমিক ৪৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০০ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৮টির বা ৬৯ দশমিক ৮৫ শতাংশ ও কমেছে ৬০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৭ শতাংশ।