লেনদেন ১২০০ কোটি টাকা, উত্থানে সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৪ আগস্ট)। আজও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়। গতকালের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে ১২০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে সাত হাজার ২৬৪ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৬৩ কোটি ৯৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল এক হাজার ১৫ লাখ এক টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৮৭১ কোটি ৩৫ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ চার হাজার ৬০৭ কোটি ৩৮ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৫২ দশমিক ৭৭ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৮৬৭ দশমিক ৯৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭০ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৭ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৬টির ও কমেছে ২৩৯টির বা ৬০ দশমিক ২০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪২টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ১৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৩২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।