৭০ শতাংশ কোম্পানির দরপতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট)। আজও লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। গতকালের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৯০৬ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৯ কোটি এক লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল এক হাজার ২৬৩ কোটি ৯৮ লাখ এক টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৮৭১ কোটি ৩৫ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯০৩ দশমিক ৮৩ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৯৫২ দশমিক ৭৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৪ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৭৯ দশমিক ৩৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯১টির ও কমেছে ২৭৫টির বা ৬৯ দশমিক শূন্য ৯ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ৮৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।