৯২ শতাংশ কোম্পানির শেয়ারে দরপতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১৮ আগস্ট)। লেনদেনে অংশ নেওয়া ৯২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন কমে চারশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে সাত হাজার ৮৮৬ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল এক হাজার ৯৯৯ কোটি এক লাখ এক টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার ৭৮ কোটি ২৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১২৫ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৮ দশমিক ৬৩ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৯০৩ দশমিক ৮৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪০ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৫২ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮টির ও কমেছে ৩৬৬টির বা ৯১ দশমিক ৯৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৪টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ৪৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৬৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ছয় দশমিক ৬০ শতাংশ।