লেনদেন বাড়লেও প্রধান সূচকে পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১৯ আগস্ট)। বিক্রয়ের চাপে লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৫৪৫ কোটি টাকা। গত কর্মদিবস রোববারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে ৬৮ শতাংশ। লেনদেন বেড়ে ২৮ কোটি টাকার ঘরে চলে এসেছে।
দেখা গেছে, লেনদেনের শুরুতেই প্রধান সূচকের পতনমুখী দেখা যায়। তবে পরে প্রধান সূচক উত্থানে ফিরে। লেনদেনে শুরুর প্রথম ৫৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৭০ পয়েন্ট। পরে উত্থান গতি কমতে থাকে। পরবর্তীতে দিনশেষে সূচক ডিএসইএক্স পতন হয় তিন পয়েন্ট। বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ১৫ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৮০ কোটি ৮৯ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৭ হাজার ৫৩৩ কোটি ১৬ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ এক হাজার ৭৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স তিন দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৫ দশমিক ৪৯ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭৭৮ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২১ দশমিক ১৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬ দশমিক ১৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির ও কমেছে ২৪৭টির বা ৬২ দশমিক ৩৭ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।