কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি : গভর্নর
কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যাদের হিসাব জব্দ করা হয়েছে, সবগুলো ব্যক্তি ব্যাংক হিসাব।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার (৮ সেপ্টেম্বর) গভর্নর এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, আমরা কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাত দিতে চাই না। কর্মসংস্থান নষ্ট এবং উৎপাদন ব্যাহত হোক আমরা সেটা কখনও চাই না।
এস আলমের সম্পত্তি কেনার প্রসঙ্গে জানিয়ে গভর্নর বলেন, যদি কেউ এস আলমের সম্পত্তি কেনে তবে নিজ দায়িত্ব কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না।
আহসান এইচ মনসুর আরও বলেন, আশা করি, কোনো ব্যাংক দেউলিয়া হবে না। তবে, এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে। ১০টার মতো ব্যাংকের অবস্থা এমন। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে।
ব্যাংক খাত সংস্কারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত বীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংক খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরা ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি। তাই আমানতকারীদের আশঙ্কার কিছু নেই।