সূচকের পতন, লেনদেন সাড়ে তিনশ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন আজ ৩৫১ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৩ হাজার ৩৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১০৫ দশমিক ৪৩ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ দশমিক শূন্য চার পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক সাত দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১ দশমিক ৮৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৫টির ও কমেছে ১৯৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৯১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম কটনের ১০ কোটি ৯৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৯৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের সাত কোটি ৫৫ লাখ টাকা, ইন্ট্রাকোর ছয় কোটি ৩৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ছয় কোটি ২০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের পাঁচ কোটি ৯২ লাখ টাকা, রিলায়েন্স ওয়ান ফান্ডের পাঁচ কোটি ৭৪ লাখ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের পাঁচ কোটি ৪৭ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার পাঁচ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ১৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েট অক্সিজেনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ।