এখন থেকে ডুয়েটের সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাপ্তাহিক ছুটির নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
শুক্র ও শনিবারের পরিবর্তে এখন থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম।
আজ বৃহস্পতিবার ডুয়েটের সহকারী পরিচালক মোছা. কামরুন নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।