অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় অগ্রণী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ পরীক্ষার সকালের পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ।
আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিভাগটির অধ্যাপক মো. আবু তালেব। পরীক্ষার কমিটিতে থাকা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আবু তালেব জানিয়েছেন, পরীক্ষা আবার নেওয়া হবে। তবে সকালে ও বিকেলে না করে একই সময়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে তিনি জানান।
গত শুক্রবার অগ্রণী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ওই নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই ভাগে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, পরীক্ষার আগের রাতেই ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এর প্রেক্ষিতে ওই দিনই বিকেলের পরীক্ষা বাতিল করা হয়। তবে সকালের পরীক্ষা বাতিল করা হয়নি।
সকালের পরীক্ষাও বাতিলের দাবিতে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। আজ বেলা ১১টায় ওই পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে যান। সেখানে তাঁরা প্রায় আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী হুমায়ুন আহমেদ বলেন, ‘গত শুক্রবার সকালে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। যে কারণে বিকেলের পরীক্ষাটা বাতিল করা হয়েছে। কিন্তু সকালের পরীক্ষা বাতিল করা হয়নি।’
হুমায়ুন আরো বলেন, ‘যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই সকালের পরীক্ষাও বাতিল করতে হবে। এবং প্রশ্নপত্র ফাঁসকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে।’
এ ব্যাপারে অধ্যাপক মো আবু তালেব বলেন, ‘গত শুক্রবার সকালের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় যেটা পরে জানা গেছে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকালের ভাগের পরীক্ষাটা বাতিল করা হয়েছে।’ তিনি আরো জানান, সকাল-বিকেল না নিয়ে একই সঙ্গে নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
আবু তালেব বলেন, ‘এতে আমাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে।’