এইচআর টেক্সটাইলের আয় কমেছে ১৩%
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423650326.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটির অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (গত বছরের অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৫ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস দাঁড়িয়েছে ৩৪ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৯৯ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ৩৯ পয়সা।
এদিকে আয় কমার খবরে আজ ডিএসইতে এ শেয়ার দাম হারিয়েছে। ১ দশমিক ৫৪ শতাংশ বা ৪০ পয়সা কমে দিন শেষে দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৯০ পয়সা। ১৭২ বারে লেনদেন হয়েছে ৯৩ হাজার ১৪৮টি শেয়ার। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৫ টাকা ও সর্বোচ্চ ৩০ টাকা ৬০ পয়সা।
বর্তমানে বাজারে এ কোম্পানির দুই কোটি ৫৩ লাখ শেয়ার রয়েছে; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫১ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৭ দশমিক ৬৩ শতাংশ।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১ দশমিক ২৬।