টাটা ন্যানো এএমটি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/25/photo-1427284920.jpg)
পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি বানানোর ঘোষণা দিয়েই বাজারে এসেছিল ন্যানো। এর নির্মাতা ভারতের টাটা মোটরস। সবচেয়ে সস্তা গাড়ি বানাতে বেশ ধকল পোহাতে হয়েছে টাটার প্রকৌশলীদের। তবে দমে যাননি তাঁরা।
ন্যানোর সাফল্যের পর এবার টাটা নিয়ে আসছে এই সিরিজের আরেকটি গাড়ি ‘এএমটি’। এটা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে সস্তা অটোমেটিক কার।
এর আগে টাটার দুটি নতুন মডেল ‘জেস্ট’ এবং ‘বোল্ট’ বাজারে ছাড়া হয়েছিল। এ বছর ন্যানো সিরিজের অন্যতম কাঙ্ক্ষিত গাড়ি হতে যাচ্ছে এএমটি। গত বছরের দিল্লি অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল ‘টাটা ন্যানো এএমটি’। তখন থেকেই এটিকে নিয়ে বাজারে ভালো করার ইচ্ছা ছিল টাটার।
মুনাফার হার বাড়াতে এ বছর এএমটি সিরিজকেই তুরুপের তাস বানাতে চাচ্ছে টাটা। ন্যানো গাড়ি যেখানে তৈরি হয়েছে, সেই সানন্দা প্ল্যান্টেই তৈরি হবে এএমটি।
জেস্টের মতোই ফাইভ স্পিড পাওয়ার ইউনিট থাকছে এএমটিতে। নতুন এই মডেলের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রে আসবে ভিন্নতা। বেশ পরিমার্জিত এবং পরিবর্ধিত সংস্করণ হবে টাটা ন্যানো এএমটি।
ভারতের বাজারে এর দাম রাখা হবে মাত্র ৪০ হাজার রুপি। এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে গাড়িটি।