পয়লা বৈশাখে ছোটদের জন্য ‘ইকরিমিকরি’ পত্রিকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/04/13/photo-1555149003.jpg)
ইকরিমিকরি তিন বছর ধরে ৫০০টির বেশি শুধু ছোটদের উপযোগী ( যাদের বয়স ৩-১৪) রঙিন বই বের করেছে। বইগুলো যে শুধু ছোটরাই পছন্দ করেছে তা নয়। বড়রাও খুব ভালোবেসে ফেলেছে। শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চাকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছে ইকরিমিকরি।
প্রতি মাসে অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা, আর মজার সব কাণ্ডকারখানা নিয়ে বেরুবে পত্রিকাটি।
ইকরিমিকরি হবে একেবারেই ছোটদের পত্রিকা। ভালো, মন্দ, ইচ্ছা, অনিচ্ছা, অভিযোগ, স্বপ্ন মন খুলে তারা ভাগাভাগি করবে; গল্পে ছড়ায়, যেকোন মাধ্যমে এঁকে, মন যা চায় তা বানিয়ে। অংশগ্রহণ করবে পত্রিকার পাতায় পাতায়। পড়ার চাপের বাইরে আনন্দের এক স্বপ্ন রাজ্য গড়ে উঠবে তাদের।
৯৬ পৃষ্ঠার ইকরিমিকরি পাওয়া যাবে ১০০ টাকায়।