সাড়ে তিন মাস পর চালু হলো রাবির পরিবহন
বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধ ও শীতকালীন ছুটির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় চালু হয়েছে।
বুধবার সকাল সোয়া ৮টা ও দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বাস তিনটি রুটে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয় পরিবহন সূত্রে জানা গেছে, পরিস্থিতি আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিয়মেই বাস চলবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। এর পর থেকে দেশের চলমান হরতাল-অবরোধ ও বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির কারণে সাড়ে তিন মাস পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাস চলাচল শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে দিনে দুবার বাস চলাচল করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে।