পল্লী কিংবা গ্রামের গাছে গাছে একসময় দেখা যেত ছোট প্রাণী কাঠবিড়ালীকে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সচরাচর দেখা মেলে না প্রাণীটির। তবে ইট-পাথরের শহরেও বিভিন্ন গাছে কদাচিৎ দেখা মেলে দু-একটা কাঠবিড়ালীর। ছবিটি ১৮ জুলাই-২০১৭, মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা