কলকাতার শুল্ক কর্মকর্তাদের হিলি স্থলবন্দর পরিদর্শন
ভারতের কলকাতার শুল্ক বিভাগের একটি প্রতিনিধিদল দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন। আজ রোববার দুপুর দেড়টায় কলকাতার শুল্ক কমিশনার এন কে সরেনের নেতৃত্বে ২৬ জনের একটি প্রতিনিধিদল হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। এ সময় হিলি স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হিলি স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট ছাবেদ আলী এনটিভি অনলাইনকে জানান, কলকাতার শুল্ক বিভাগের প্রতিনিধিদলের সদস্যরা বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে শুল্ক কার্যালয়ে আসেন।
এ সময় তাঁরা শুল্ক কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। দুপুর সোয়া ২টায় তাঁরা ভারতে ফিরে যান বলে জানান কাস্টমস সুপারিনটেনডেন্ট।
বন্দরের কয়েকজন ব্যবসায়ী এনটিভি অনলাইনকে জানান, কলকাতার শুল্ক বিভাগের প্রতিনিধিদলের কাছে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। কমিশনার এন কে সরেন এই বন্দরের মাধ্যমে বাণিজ্য তরান্বিত করতে সমস্যাগুলো দ্রুত সমাধানে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।
এ সময় বন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাইফুর রহমান, পরিদর্শক আহসান হাবীব, আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশিদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, বন্দরবিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত, শাহীনুর রেজা শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।