ওরিয়ন ফার্মার দাম বাড়ায় সংবেদনশীল তথ্য নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/07/photo-1433658702.jpg)
সাম্প্রতিক সময়ে ওরিয়ন ফার্মার শেয়ারদর অস্বাভাবিক হারে বেড়েছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিকে ১ জুন চিঠি দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ শেয়ারের দাম বাড়ার পেছনে সংবেদনশীল কোনো তথ্য নেই। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। এবার এর মুনাফা হয়েছে ৩৩ কোটি দুই লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৪১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি আট লাখ টাকা ও ইপিএস ১ টাকা ৬৩ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাব বছরে এর সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২৫ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ৬৭ টাকা ৫০ পয়সা।
২৮ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জে ওরিয়ন ফার্মা প্লান্টে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৫ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৪২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৭ দশমিক ৩।