বোনাস শেয়ার বিক্রি করবে ফ্যামিলিটেক্সের পরিচালক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/15/photo-1434351975.jpg)
বস্ত্র খাতের প্রতিষ্ঠান ফ্যামিলিটেক্সের উদ্যোক্তা-পরিচালক মোহাম্মদ মোর্শেদ ৮০ লাখ বোনাস শেয়ার বিক্রির ইচ্ছা ব্যক্ত করেছেন। তাঁর কাছে এ কোম্পানির মোট তিন কোটি ৩৭ লাখ ৩৮ হাজার শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দামে এসব শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মোহাম্মদ মোর্শেদ বিভিন্ন মেয়াদে ফ্যামিলিটেক্সের শেয়ার বিক্রি করেছেন।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ১৪ পয়সা।
এদিকে কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮০ কোটি থেকে ৩১০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ।
এসব বিষয়ে নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকে এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুমোদন নেওয়া হবে। আগামী চিটাগং বন্দর পাবলিক ক্লাবে ৭ জুলাই সকাল ১০ ও সাড়ে ১০টায় এর ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৮ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪.৩৩।