বিএসআরএম স্টিলসের ১৫% লভ্যাংশ অনুমোদন
দেশের শীর্ষস্থানীয় লৌহজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-লোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আজ সোমবার প্রতিষ্ঠানটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হুসাইন আকবরালী।
সভায় জানানো হয়, বিএসআরএম স্টিলসের পণ্য উৎপাদনের পরিমাণ ২০১৩ সালে ৬ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। এ ধারাবাহিকতায় ২০১৪ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। ফলে গত হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির উৎপাদনক্ষমতা বার্ষিক সাত লাখ মেট্রিক টনে উন্নীত করার কাজ এরই মধ্যেই শুরু হয়েছে, যা কিছুদিনের মধ্যেই শেষ হবে।
সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।