শাহজিবাজারের অঙ্গপ্রতিষ্ঠানের ৫ পরিচালককে জরিমানা
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ারের অঙ্গপ্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের পাঁচ পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া ছয় প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে আইন অমান্য করে শেয়ার লেনদেন করায় ৪১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের পাঁচ পরিচালক হচ্ছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, পরিচালক ফরিদুল আলম, রেজাকুল হায়দার, আনিস সালাউদ্দিন আহমাদ ও এ কে এম বদিউল আলম। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এঁদের সবাইকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া আইন লঙ্ঘন করে শেয়ার লেনদেন করায় লিবরা ট্রেডিং করপোরেশনকে দুই লাখ, গেটকো টেলিকমিউনিকেশনকে পাঁচ লাখ, শার্প সিকিউরিটিজকে দুই লাখ, বিএলআই ক্যাপিটালকে এক লাখ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসকে এক লাখ, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ২০ লাখ ও বিনিয়োগকারী গোলাম মহিউদ্দিনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
গত এক মাসে শাহজিবাজারের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪১ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ২০৫ টাকা ২০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ২২ দশমিক ১৭।
সম্প্রতি শাহজিবাজারকে নিয়মিত বা মূল বাজারে লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৫১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারকে স্পট মার্কেটে লেনদেনের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দিয়ে নিয়মিত বাজারে লেনদেনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকের কমিশন। তবে কোম্পানিটির শেয়ার লেনদেনে নন-মার্জিনেবল অবস্থান অব্যাহত থাকবে।
বর্তমানে শাহজিবাজারের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৩৩ কোটি ১৪ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১২৮ কোটি ৪৯ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ১৩ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯০০টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ দশমিক ৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮ দশমিক ৭৫ শতাংশ।