শীতের আগমনী বার্তাগুলোর মধ্যে অতিথি পাখির কলরব অন্যতম। পরিযায়ী এই পাখি হাজার মাইল দূরের দেশ সাইবেরিয়া থেকে দলবেঁধে উড়ে এসে বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে ঘর বাঁধে শীতের মৌসুমে। পাখিদের একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার দৃশ্য বাড়তি আনন্দের জোগান দেয় সব বয়সী মানুষকে। প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেকে এসেছে হাজার হাজার অতিথি পাখি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হচ্ছে সরালি, খঞ্জনা, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারি ইত্যাদি। পাখিদের জলকেলির এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত দেশি-বিদেশি পাখিপ্রেমী ভিড় করেন ক্যাম্পাসে। কেউ আসেন দলবেঁধে, আবার কেউ বা আসেন সপরিবারে। ছবি : মুন্সী আব্দুল কাদির