কারণ ছাড়াই দাম বেড়েছে আলহাজ টেক্সটাইলের
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে বেশির ভাগ কার্যদিবসে এ শেয়ারের দাম বেড়েছে। এ সময়ে এর সর্বনিম্ন দাম ছিল ৮৯ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ১২৯ টাকা ৫০ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর আয় ছিল এক কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় এক টাকা ৬৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৮৮ পয়সা।
২০১৫ সালের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) এ প্রতিষ্ঠানের কর-পররর্তী নিট মুনাফা দাঁড়ায় এক কোটি ৮০ লাখ টাকা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১২১ দশমিক ৪১।