পবিপ্রবির দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রবিউল হক। শিক্ষার্থী আলী আদনানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অধ্যাপক আলী আজগর ভুঁইয়া, অধ্যাপক মো. হামিদুর রহমান, অধ্যাপক ড. গোলাম রব্বানী, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী, নিবন্ধক অধ্যাপক ড. সুলতান মাহমুদ, অধ্যাপক বদিউজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. এ কে এম আবদুল আহাদ বিশ্বাস, প্রভাষক আবদুর রউফ, প্রভাষক সজল চন্দ্র শীল, শিক্ষার্থী তাপস কর্মকার, নুসরত নাদিয়া লিসা প্রমুখ।
সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।