ঢাবি ক্যাম্পাসে পরীক্ষার্থী-অভিভাবক-জনসাধারণের ভিড়ে স্বাস্থ্যবিধি গায়েব
নভেল করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা। এ সময় জাতীয়ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও, অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয় পুরো এলাকা। যেখানে পা ফেলারই জো নেই, সেখানে কেউ মানছে না স্বাস্থ্যবিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবন, কার্জন হল, ব্যবসায় অনুষদসহ বিভিন্ন স্থানে মানুষের পদচারণা। সবার মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই।
২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে ১৮১৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ১৭ হাজার ৯৫৭টি। সে হিসাবে আজকের পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়ছে ৬৪ দশমিক ৯৯ জন।
নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তিন ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অথচ গাদাগাদি করা লাইনে শিক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। পরীক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রের বাইরে ছিলেন অভিভাবকেরাও। দূরত্ব মানার কোনো বালাই ছিল না পরীক্ষার হলগুলোতে। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। অনেক কেন্দ্রের প্রবেশমুখে ছিল না স্যানিটাইজেশনের ব্যবস্থা।
ভর্তি পরীক্ষা দিতে আসা ইকরামুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘করোনার প্রকোপ যদিও আগের মতো নেই। তবু, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা বলায় আমরা ভেবেছিলাম এ ব্যাপারে কঠোর থাকবে কর্তৃপক্ষ। অথচ এখানে এসে দেখছি ভিন্ন পরিস্থিতি। এখানে কেউ কোনো নিয়ম-কানুন মানছেন না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘স্বাস্থ্যবিধির ক্ষেত্রে জাতীয় নির্দেশনা মেনে চলার জন্য আমরা বলেছিলাম। এ ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া দরকার।’