প্রতিক্রিয়া

চলচ্চিত্রে চালু হোক সার্টিফিকেট প্রথা

Looks like you've blocked notifications!

নতুন চলচ্চিত্র ‘রানা প্লাজা’ নিয়ে যে ব্যাপারটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। সামাজিক, রাজনৈতিক যেকোনো বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে পারে। পার্শ্ববর্তী সব দেশের চলচ্চিত্রেই আমরা এমনটি দেখি। একটি রাষ্ট্রের অভ্যন্তরে ঘটে যাওয়া বিপর্যয় নিয়ে যে কেউ একটি মানবিক চলচ্চিত্র নির্মাণ করতে চাইতে পারেন। রাষ্ট্রের যেখানে সহযোগী হওয়া প্রয়োজন, উল্টো সেখানে যদি বাধা হয়ে দাঁড়ায়, সেটা সংস্কৃতির অগ্রযাত্রার জন্য কখনোই অনুকূল নয়। সারা পৃথিবীতে এখন আর সেন্সর বলে তেমন কিছু অবশিষ্ট নেই। আছে সার্টিফিকেশন। আমরাও তাই চাই।

আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই অভিভাবকহীন অসহায় অবস্থায় দাঁড়িয়ে। মেধার সংকটে থমকে আছে একই তিমিরে। সেখানে জীবনঘনিষ্ঠ একটি গল্পকে রুখে দেওয়া কোনো কাজের কথা হতে পারে না। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে একটি চলচ্চিত্র এখন সেন্সর ছাড়াও অনলাইনে মুক্তি পেতে পারে। অনেক মানুষকে ভাবাতে পারে, ব্যবসাও করতে পারে। কোনো ভাবনা ও বক্তব্যকেই এখন আর আটকে রাখা যায় না; বরং মানুষের আগ্রহকে আরো উসকে দেওয়া হয়।

লেখক : চলচ্চিত্র নির্মাতা