পঞ্চাশোর্ধ্ব পাঠাগারগুলো টিকিয়ে রাখতে কী করা যেতে পারে

এটা স্বীকার করতে হবে, আমাদের সমাজ বই পড়া ও পড়ানো, সার্বিকভাবে গ্রন্থাগার আন্দোলনে যুক্ত হওয়ার মতো কাজকে ততটা উৎসাহিত করে না। অনেক বাবা–মা চান না, তাঁর স্কুল–কলেজ পড়ুয়া ছেলেমেয়ে পাঠাগারে যাক। পাঠক্রমের বাইরে নিজেকে চেনার জন্য, আশপাশের মানুষকে বোঝার জন্য বই পড়ুক। বেশিরভাগ বাবা–মা মনে করেন, ছেলেমেয়ে অন্য বই পড়লেই ফলাফল খারাপ হয়ে যাবে। এমন বৈরী পরিবেশেই আমাদের পাঠাগারগুলো কাজ করে চলেছে। আমরা জানি,...