ট্রাফিক ব্যবস্থাপনা : বাস্তবতা ও সম্ভাব্য সমাধান

ট্রাফিক বাতির ইতিহাস দেখলে বোঝা যায়—শহুরে জীবনের শৃঙ্খলা রক্ষার জন্য মানুষ কতটা পরিশ্রম করেছে। লন্ডনের ১৮৬৮ সালের গ্যাসচালিত বাতি থেকে শুরু করে আজকের সেন্সর-নির্ভর স্মার্ট সিগন্যাল—সবই ছিল এক ধারাবাহিক উন্নয়নের ফল। কিন্তু প্রযুক্তি থাকলেই সমস্যা মিটে যায় না; প্রয়োগ, রক্ষণাবেক্ষণ, আইন প্রয়োগ এবং নাগরিক আচরণ—সব মিলিয়ে একটি কার্যকর ট্রাফিক ব্যবস্থা গড়ে ওঠে। এখাতে বাংলাদেশ কতোটা এগোলো?বেশ কিছুদিন...