নৃশংসতা

প্রেমে সাড়া না পেলেই কোপাতে হবে?

Looks like you've blocked notifications!

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংগঠিত নৃশংসতায় খাদিজা আক্তার নার্গিসকে যখন কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়, তখন খাদিজা ‘মাগো, মাগো’ করে চিৎকার করছিল। ঘটনার আকস্মিকতায় খাদিজার ‘মাগো, মাগো’ চিৎকার আজ প্রতিধ্বনিত্ব হচ্ছে মানবতাবাদী প্রতিটি প্রাণে। 

সমাজের বর্তমান অবস্থার দিকে তাকালে বোঝা যায়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মাত্রাটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। কিছুদিন আগে সিলেটে রাজন হত্যাকাণ্ড হলো। ছোট শিশুটিকে যেভাবে মারা হলো, তা দেখেছে সারা বিশ্ব। মানুষের চোখের পানি এখনো শুকায়নি। রাজনের হত্যাকারীদের বিচার হলো মাত্র। এরই মধ্যে ঘাতক ‘চাপাতি বদরুল’ যে নৃশংসতার জন্ম দিল, তাতে আর যা-ই হোক, সচেতন মানুষের বুঝতে বাকি রইল না, এসব কুলাঙ্গারের জন্য সমাজটা রসাতলে যেতে বাধ্য! এদের এখনই বিচার করা প্রয়োজন।

মানুষ কতটা হিংস্র হলে এমন নারকীয় কাণ্ডের জন্ম দিতে পারে? এসব ঘটনায় আরো মর্মাহত হতে হয় যখন দেশের একটা সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দ্বারা এমন জঘন্য কর্মকাণ্ড ঘটে! শুধু সেটা নয়, প্রগতির ধারক ও বাহক বলে পরিচয়বহনকারীরা যখন পশু হয়ে ওঠে, তখন আশাবাদী হওয়ার মতো তেমন কিছু থাকে না। মানবতা আজ কোথায়? আমাদের পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান কী শিক্ষা দিয়ে চলেছে? ঘাতকের পরিচয় যখন একজন শিক্ষক হয়, তখন ভয়ে জড়সড় হই! আমাদের যাওয়ার জায়গা কোথায়? দিন দিন আমরা কি তাহলে মানুষরূপী হিংস্র জন্তুতে পরিণত হচ্ছি?

বদরুল আলম যখন এমসি কলেজের সবুজ চত্বরে, পুকুরপাড়ে ফিল্মি স্টাইলে খাদিজাকে চাপাতি দিয়ে কোপাচ্ছিল, তখন পাশে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও করছিল। কেউ বা চেয়ে চেয়ে দেখছিল। এগিয়ে আসার সাহস হয়নি কারো! কেউ আসেনি তা নয়; আরো আগে আসার প্রয়োজন ছিল। তাহলে খাদিজা আঘাত পেত কম। কী জানি, আপনি-আমি থাকলেও এগিয়ে যেতাম কি না? সমাজের ভেতরে যে ঘুণ ধরেছে, তাতে আজকাল সহানুভূতির দেখা মেলে কম। যারা এরপরও এগিয়ে এলো, তারা মহানুভবতার পরিচয় দিল। বদরুল নাকি খাদিজাকে ভালোবাসত! প্রেম নিবেদন করেছিল! প্রেমের ডাকে মেলেনি সাড়া। সুযোগ বুঝে তাই ভালোবাসার মানুষকে কোপাতে হবে? বলতে হয়, সে কখনোই মেয়েটিকে ভালোবাসেনি।

এ ঘটনার দায়ভার আপনার-আমার ওপরও বর্তায়! বদরুল আমাদের আশপাশেরই একজন। বদরুল কিন্তু এ সমাজে একটা নয়! আরো বহু বদরুল ঘাপটি মেরে আছে। একটা ঘটনা সামনে আসায় আমরা সেটা নিয়ে কথা করছি। আর কোনো খাদিজাকে যেন ‘মাগো, মাগো’ করে আর্তনাদ না করতে হয়। অপরাধীর অপরাধের শাস্তি হোক। বোন খাদিজা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

লেখক : শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।