রম্য
পরী মণি যদি নার্স হতেন
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণিকে সিনেমায় অনেকে অনেক ভাবে দেখেছেন, তবে তিনি বাস্তবে নায়িকা না হয়ে যদি কাল্পনিকভাবে নার্স হতেন। তাহলে কেমন হতো? আসেন দেখে নিই।
তরুণদের হাসপাতালে ভর্তির প্রবণতা বৃদ্ধি
পরী মণি যদি সত্যি সত্যি নার্স হতেন, তাহলে কোনো প্রকার অসুখ ছাড়াই হাসপাতালে ভর্তি হতো এ দেশের অনেক তরুণ। উদ্দেশ্য পরী মণির মতো সুন্দরী নার্সের সেবা পাওয়া।
নার্স চেম্বার
অসুখ হলে রোগী যায় ডাক্তারের চেম্বারে।কিন্তু পরী মণি নার্স হলে অনেক তরুণ যাবে তার কাছে। সে ক্ষেত্রে পরী মণির একটা নার্স চেম্বার থাকত।
ডানাকাটা নার্স
পরী মণির একটি গানে নিজেকে ডানাকাটা পরি দাবি করেছেন। সেই হিসেবে তিনি নার্স হলে নিশ্চয় নিজেকে ডানাকাটা নার্স বলতেন।
রক্ত
কয়েকদিন আগে পরী মণির রক্ত বের হয়েছিল।আইমিন রক্ত মুভি। তো পরী মণি নার্স হলে কখনো রক্ত নামের কোনো মুভি বের করতেন না। কারণ রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বন্ধ করে দিতেন।