রম্য
বাংলাদেশের হারের ‘আসল কারণ’!
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে ‘আসল’ কিছু কারণ কল্পনা থেকে ডাউনলোড করে পরিবেশন করা হচ্ছে!
১. বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নিউজিল্যান্ডের ক্রিকেট দলই ছিল না, তীব্র শীত, কিউইদের নিজস্ব মাঠ ও দর্শক এসব কিছুও প্রতিপক্ষ ছিল। সিরিজের শুরুতেই এত সব প্রতিপক্ষকে হারাতে পারেনি বাংলাদেশ!
২. বাংলাদেশ অতিথি হিসেবে নিউজিল্যান্ডে গেছে। তো অতিথি হিসেবে গিয়ে সিরিজের শুরুতেই কিউইদের হারানোটা কেমন যেন দেখায়! আর তাই, টাইগার বাহিনী...!
৩. বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই জয় পেয়েছিল। এতে নিউজিল্যান্ড ভয়ে ছিল। এখন আবারও যদি সিরিজের শুরুতেই তাদের হারিয়ে দিত বাংলাদেশ, তবে তারা হয়তো ভয়ে পরবর্তী ম্যাচ খেলতে মাঠে আসত না! তাদের অভয় দিতেই হারলো বাংলাদেশ!
৪. কথায় বলে ‘পরাজয় না হলে জয়ের মূল্য বুঝা যায় না’। আর তাই টাইগাররা জয়ের ধারা থেকে বেরিয়ে একটা পরাজয় বরণ করল, যাতে জয়ের স্বাদটা ভালোভাবে বুঝা যায়!