রম্য
আমি বাংলাদেশের মানুষের ভক্ত, বললেন মি. বিন
হাস্যরস : আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করে, খারাপ লাগে না?
মি. বিন : খারাপ লাগবে কেন? আমি তো তাই চাই।
হাস্যরস : কেন কেন?
মি. বিন : আমি কমেডিয়ান। সেজন্য।
হাস্যরস : কমেডিয়ান না হয়ে যদি ভিলেন হতেন, তাহলে কেমন হতো?
মি. বিন : খুনের দৃশ্যতে তখন আর চাকু কিংবা রিভলভার ইউজ করতে হইত না। হাসাইতে হাসাইতে খুন করা যেত।
হাস্যরস : যখন আপনার ফানি কোনো মুভি দেখেও পাবলিক হাসে না, তখন কি মনে হয়?
মি. বিন : নিশ্চয় ওদের দাঁতে পোকা আছে।
হাস্যরস : বাংলাদেশ আপনার অনেক ভক্ত আছে, সেটা জানেন?
মি. বিন : জানি ভাই। তবে আমি বাংলাদেশের মানুষের ভক্ত।
হাস্যরস : কারণ কী?
মি. বিন : আহামরি কোনো কারণ নেই। তবে এই কথাটা বলছি যাতে আপনার হেড লাইন দিতে সুবিধে হয়।
হাস্যরস : আমি আরো সিরিয়াস মনে করেছিলাম।
মি. বিন : হাসালেন। আমার কথাও মানুষ সিরিয়াসলি নেয়, ভাবতেই হাসি পাচ্ছে।
হাস্যরস : হাস্যরসে প্রথমবারের মতো আপনার কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি, কেমন লাগছে?
মি. বিন : আমার কেমন লাগছে সেটা পরে। আগে বলুন আমার সাক্ষাৎকার নিয়ে আপনার কেমন লাগছে?
হাস্যরস : সত্যি সত্যি সাক্ষাৎকার নিলে ভালোই লাগত। এইটা তো কাল্পনিক সাক্ষাৎকার।
মি. বিন : এইবার বুঝেন আমার কেমন লাগছে!