রম্য
হোয়াইট হাউসে ভাড়া লাগে না, বললেন মিশেল
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা সম্প্রতি ফার্স্ট লেডি হিসেবে তাঁর জীবনের শেষ বক্তব্য দিয়েছেন। সে জন্য বক্তব্যের পুরোটা সময় আবেগে তাঁর কথা আটকে যাচ্ছিল। বলা যায়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ফার্স্ট লেডির চোখের জল সহ্য করতে পারেনি হাস্যরস। সে জন্য মিশেলের মন ভালো করার জন্য হাস্যরস নিয়েছে তাঁর কাল্পনিক সাক্ষাৎকার। আসুন, পড়ে নিই।
হাস্যরস : প্রায় আট বছর থাকলেন হোয়াইট হাউসে, ভাড়া দিছেন?
মিশেল : হোয়াইট হাউসের ভাড়া দিতে হয় না। সরকারিভাবে সব খরচ বহন করা হয়!
হাস্যরস : স্বজনপ্রীতি?
মিশেল : মানে?
হাস্যরস : বলতে চাইছি আপনার স্বামী ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই ক্ষমতার বলে কি হোয়াইট হাউসের ভাড়া মাফ হয়ে গেছে?
মিশেল : আপনি এত প্যাঁচাচ্ছেন কেন? এটা আমেরিকার নিয়ম।
হাস্যরস : ওহ, আগে বলবেন না। অন্য প্রসঙ্গে আসি। আপনার কি ইচ্ছে আছে ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ?
মিশেল : সেটা সময় বলে দেবে। এখনো কোনো ডিসিশন নিই নাই।
হাস্যরস : আরে আপা, ডিসিশন নিয়ে নিন। এ সুযোগ হাতছাড়া করার কোনো মানে নেই। কোনোরকমভাবে যদি একবার প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন আবার, তাহলে কিন্তু বাসা ভাড়া কিংবা খাওয়া-দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সব সরকার ফ্রি দেবে।
মিশেল : বাসা ভাড়া কিংবা খাওয়া-দাওয়া সরকার ফ্রি দেবে, শুধু কি সেই জন্য মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়?
হাস্যরস : আমি তো দুইটা কারণ জানি। আর কোনো কারণ থাকলে শেয়ার করেন, শুনব।
মিশেল : আপনার সঙ্গে কথা বলা উচিত নয়।
হাস্যরস : আপনি কীভাবে শিওর হলেন, আমার সঙ্গে সত্যি সত্যি কথা বলছেন? এইটা তো কাল্পনিক সাক্ষাৎকার।
মিশেল : আমি জানি এইটা কাল্পনিক সাক্ষাৎকার। সে জন্য তো মজা করলাম, যাতে সবাই সাক্ষাৎকারটি পড়ে হাসে।