রম্য
সুন্দরবনে যেতে চাই, বললেন টারজান
কমিক বই বা সিনেমার দৌলতে তো তাকে পুরো দুনিয়া চেনে। গভীর জঙ্গলে তার বাস। জঙ্গলের সব জীবজন্তুই তার বন্ধু বা আত্মীয় বা প্রতিবেশী। গাছের লতায়-পাতায় ঝুলে এ-প্রান্ত থেকে ও-প্রান্তে তার যাতায়াত। হ্যাঁ বন্ধুরা, হাস্যরসের এবারের ধামাকা সেই বিখ্যাত টারজানের কাল্পনিক সাক্ষাৎকার।
হাস্যরস : গাছের লতায় ঝুলে এ-প্রান্ত থেকে ও-প্রান্ত যাতায়াত করেন কেন? গাড়ি করে যাওয়ার টাকা নাই?
টারজান : বনে কি গাড়ি আছে মিয়া? থাকলে তো যেতাম।
হাস্যরস : আমাদের সুন্দরবনে মাঝেমধ্যে কিন্তু গাড়ি যায়।
টারজান : ওহ সুন্দরবন! গ্রেট। আমি কিন্তু সুন্দরবনে যেতে চাই। বলা তো যায় না, কোনো পরিচালক হয়তো আমাকে নিয়ে শুটিংও করতে পারেন আবার।
হাস্যরস : আবার?
টারজান : কেন আপনি জানেন না? আমাকে নিয়ে তো একবার ছবি হয়েছে ‘বনের রাজা টারজান’!
হাস্যরস : সুন্দরবনে শুটিং করলে সমস্যা আছে। কারণ, এইখানে শুধু বাঘ থাকে না, সিংহও থাকে।
টারজান : বলেন কী? সিংহ থাকে বলে তো কখনো শুনিনি। এইটা কে আবিষ্কার করল?
হাস্যরস : শাকিব খান। বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো।
টারজান : তাইলে ঠিক আছে।
হাস্যরস : বনের সব জীবজন্তুকেই আত্মীয়-প্রতিবেশী করলেন ক্যামনে?
টারজান : জীবজন্তুর কোনো ক্ষতি না করলে সবাই অটোমেটিক আপনার আত্মীয়-প্রতিবেশী হয়ে যাবে।
হাস্যরস : তার মানে বলতে চাইছেন আপনি ছাড়া দুনিয়ার সবাই জীবজন্তুর ক্ষতি করে।
টারজান : উদাহরণসহ উত্তর দিতাম, কিন্তু দিলাম না। সম্পাদক সাহেব কেটে দেবেন।