রম্য
ফেসবুকে যেভাবে তারকা হবেন
আজকালকার যুগে ফেসবুক তারকা হওয়া তেমন কোনো কঠিন বিষয় নয়। চাইলে যে কেউ ফেসবুক সেলিব্রেটি হতে পারবেন। অবশ্য সে জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রিয় পাঠক, আসুন দেখে নিই বিষয়গুলো কী কী।
লাইক ও কমেন্ট
ফেসবুক তারকা হতে হলে আপনাকে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট পেতে হবে। লাইক কমেন্ট পাওয়া তেমন কঠিন বিষয় না, আপনি নিয়মিত অন্যের ছবি, স্ট্যাটাসে লাইক কমেন্ট করলে সে ভদ্রতাসূচক কারণে হলেও আপনার লেখায় কিংবা ছবিতে লাইক দেবে।
ডিএসএলআর ক্যামেরা
ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললে সেটা দেখতে চকলেট কেকের মতো লাগে। সুতরাং বুঝতেই পারছেন, আপনি দেখতে যেমনই হোন না কেন? ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনাকে পুরাই মডেল লাগবে। সে জন্য ফ্রি প্রচুর লাইক কমেন্ট পেয়ে তারকা হয়ে যাবেন।
বিতর্কিত কর্মকাণ্ড
যেকোনো ইস্যু নিয়ে সব সময় স্রোতের বিপক্ষে থাকবেন। দেখবেন অটোমেটিক কিছু মানুষ আপনার পক্ষ নিয়ে নেবে। যার ফলে তাঁদের কাছে হয়ে যাবেন আপনি সেলিব্রেটি।
গোপন স্ক্রিনশট ফাঁস
মিডিয়া সেলিব্রেটি কারো কারো মাঝেমধ্যে গোপন ভিডিও ফাঁস হয়। আপনি যেহেতু ফেসবুক তারকা, সুতরাং আপনার গোপন স্ক্রিনশট ফাঁস নিজেই করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত হয়ে তারকা হয়ে যান।