রম্য
প্রাডো জিপগাড়ি যে কারণে নদীতে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর বাজারসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে জেলেদের জালে একটি প্রাডো জিপগাড়ি ধরা পড়ে। পরে গাড়িটি টেনে তীরে তোলা হয়। কিন্তু গাড়িটি কিভাবে নদীতে গেলো, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। তাই আমাদের পাঠকদের কথা চিন্তা করে হাস্যরসের এইবারের কাল্পনিক ধামাকা হিসেবে তদন্ত করেছি, কী কারণে জিপগাড়ি নদীতে পাওয়া গেছে, আসুন জেনে নিই।
পার্কিং
বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে। তাই এমন অনেক কিছু হবে, যা আগে কেউ ভাবেনি। হতে পারে গাড়িটা নদীতে পার্কিং করে রাখা হয়েছিল।
গোসল
পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি একটা বিষয়। সেজন্য গাড়ি নিজ দায়িত্বে নদীতে গোসল করতে নেমেছিল।
অবকাশ
আজকাল রাস্তায় বের হইলেই শুধু জ্যাম। মানুষের মতো গাড়িও বিরক্ত। তাই একটু অবকাশ সময় কাটানোর জন্য হয়তো নদীতে নেমেছিল গাড়িটি।
আত্মহত্যা
আজকাল যে কেউ প্রেমে ছ্যাঁকা খেলেই আত্মহত্যা করে। তাই গাড়িটি প্রেমে ছ্যাঁকা খেয়ে হয়তো নদীতে ডুবে আত্মহত্যা করতে চেয়েছিল।