রম্য
যেভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে
ইদানীং প্রকট আকার ধারণ করেছে ফেসবুক আইডি হ্যাকের ব্যাপারটি। ফেসবুকে লগইন করলেই দেখা যায় অনেকের হাহাকার অনুভূতি। আপনার ফেসবুক আইডি ঝুঁকিতে আছে কি না, সেটা যথাসময়ে জেনে নিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। প্রিয় পাঠক, আসুন হাস্যরসের কাল্পনিক টিপসের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাকের ঝুঁকি নিয়ে কিছু গুরুত্বহীন তথ্য জেনে নিই।
প্রেমিক-প্রেমিকা
আপনাদের যদি প্রেমিক/প্রেমিকা থেকে থাকে, তাহলে আপনাদের ফেসবুক ইনবক্স নিয়ে কৌতূহলের শেষ নেই অনেকের। তাই আপনাদের প্রেমিক-প্রেমিকার গোপন চ্যাট দেখতে অনেকে আপনার আইডি হ্যাক করতে পারে।
সেলিব্রেটি
সেলিব্রেটিদের আইডি ফেসবুকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। কেননা, তাদের ফলোয়ারের দিকে সবার চোখ থাকে। কোনোরকমভাবে আইডি হ্যাক করে যদি নাম চেঞ্জ করা যায়, তাহলে তো কথাই নেই।
বদদোয়া
ফেসবুকে অনেক পোলাপান আছে, যারা অন্যকে মেসেজ কিংবা ট্যাগ দিয়ে বিরক্ত করে। যার ফলে অনেক সময় ভুক্তভোগীর বদদোয়ায় বিরক্তকারীর ফেসবুক আইডি ঝুঁকির মধ্যে পড়ে হ্যাক হয়ে যায়।