রম্য
ভবিষ্যতে যেসব দিবস আসছে
দিন দিন ভ্যালেন্টাইন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন দিবসের চাহিদা বাড়ছে; কিন্তু সে তুলনায় নন-ভ্যালেন্টাইনদের জন্য কোনো দিবস নেই। অথচ নন-ভ্যালেন্টাইনদের বিভিন্ন দিবসের চাহিদা কোনো অংশে কম নয়। প্রিয় পাঠক, নন-ভ্যালেন্টাইনদের কথা চিন্তা করে হাস্যরস কাল্পনিকভাবে কিছু দিবসের কথা ভেবেছে। আসুন, দেখে নিই।
১. ক্রাশ ডে
ক্রাশ একটি প্রেমব্যাধি। অনেকে রোজ রোজ ক্রাশ খায়, কিন্তু কাউকে বলতে পারে না। সেইসব নন-ভ্যালেন্টাইনের জন্য ক্রাশ ডে হতে পারে। অর্থাৎ ক্রাশ ডে-তে তারা তাদের ক্রাশদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
২. মারপিট ডে
ত্রিভুজ প্রেমের কারণে অনেক সময় এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিক মারপিট করে। সেসব মারপিটের ফলে একজন চিরদিনের জন্য প্রেম থেকে বোল্ডআউট হোন। তো, সেইসব ক্যাটাগরির প্রেমিকের জন্য মারপিট ডে।
৩. ছ্যাঁকা ডে
প্রেমে যারা নিয়মিত ছ্যাঁকা খায়, তাদের জন্য দিবসটি। ছ্যাঁকা দিবসে তারা তাদের ছ্যাঁকা খাওয়ার দিনটি স্মরণ করবে।
৪. বিবাহ ডে
নানা প্রতিকূলতার পর যেসব নন-ভ্যালেন্টাইন বিয়ে করবে, তাদের জন্য বিবাহ ডে। এই দিন তারা তাদের পুরোনো ছ্যাঁকাগুলো ধুয়েমুছে নতুনভাবে জীবন সাজাবে।