রম্য
কোরবানির বিশেষ অ্যাপ : কাটাও, সরাও, ঘুমাও
আসছে ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে অনেকে গরু কিংবা খাসি কিনবেন। কেনার পর এসব পশু কাটা, মাংস বণ্টন করার জন্য জনবল হাতের কাছে পাওয়া সহজ নয়। তবে প্রিয় পাঠক, হাস্যরস আপনাদের কথা চিন্তা করে তৈরি করেছে কোরবানি উপলক্ষে বিশেষ কিছু অ্যাপ। আসুন, অ্যাপের সুবিধাগুলো দেখে নিই।
১. কাটাও
আপনি কি গরু কোরবানি দিতে চান? চিন্তার কোনো কারণ নেই। কাটাও অ্যাপে ঢুকে কসাইকে রিকোয়েস্ট করলেই সে আপনার বাড়িতে হাজির হবে। তবে আপনি হাস্যরসের পাঠক হলে আপনার জন্য ১০০% ছাড়। শুধু কোম্পানির প্রচারের জন্য।
২. সরাও
কোরবানি দেওয়ার পর পশুর বর্জ্য পরিবেশ দূষিত করে। আপনি কি আবর্জনা সরাতে চান? চিন্তার কোনো কারণ নাই। 'সরাও' অ্যাপে ঢুকেই পরিচ্ছন্নতাকর্মীকে রিকোয়েস্ট করলেই সে হাজির হবে বাসার সামনে।
৩. ঘুমাও
সারা দিন কোরবানি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো আপনার চোখে ঘুম আসবে না। তাতে কী? এর সমাধান আছে টিম হাস্যরসের কাছে। আপনি 'ঘুমাও' অ্যাপে ঢুকে রিকোয়েস্ট করলেই ঘুমপাড়ানি মাসিপিসি চলে আসবে আপনাকে ঘুম পাড়াতে।