ভিসা ছাড়া বিদেশ যেভাবে যাবেন
আজকাল উন্নত কোনো দেশে ভ্রমণে যাওয়ার জন্য ভিসা পাওয়া যায় না। পেলেও অনেক ঝামেলা পোহাতে হয়। তাই বলে কি ভিসার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিদেশ ভ্রমণ বন্ধ করে দেবেন? একদম না। প্রিয় পাঠক, ভিসা পাইয়ে দেওয়ার কোনো উপায় না জানলেও কাল্পনিকভাবে কিছু উপায় বের করেছে হাস্যরস, যাতে করে আপনারা ভিসা ছাড়াই বিভিন্ন দেশে যাতায়াত করতে পারেন।
চেক ইন
আপনি আছেন ঢাকার ফকিরাপুল, কিন্তু ফেসবুকে চেক ইন দিয়ে দিতে পারেন লিভারপুল। সবাই ভাববে, আপনি ইংল্যান্ডের বিখ্যাত লিভারপুল শহরে আছেন। কারণ, ফেসবুকে যেকোনো সময় এক জায়গায় বসে অন্য জায়গার চেক ইন দেওয়া যায়। এখন আপনারাই বলেন, যেখানে ফকিরাপুল বসে লিভারপুলের চেক ইন দেওয়া যায়, সেখানে এত ঝামেলা করে ভিসা নিয়ে যাওয়ার কী দরকার? তার চেয়ে ভালো ভিসা ছাড়াই এক দেশে বসে অন্য দেশের চেক ইন দিন।
ফটোশপ
খুব দ্রুত সময়ে কোনো প্রকার যাতায়াত খরচ ছাড়াই বিভিন্ন দেশে যাওয়া যায় ফটোশপে ছবি এডিট করার মাধ্যমে, সেটা হোক চাঁদের দেশ কিংবা ট্রাম্পের আমেরিকা; ফটোশপের কাছে সেটা কোনো ব্যাপার নয়। বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থানে আপনার ছবি ফটোশপে এডিট করে নিতে পারেন। ভিসা তো লাগবেই না, উল্টো এতে সময় ও অর্থ দুটো বাঁচাবে।
চাপাবাজি
আপনি যদি চাপাবাজিতে বস পাবলিক হন, তাহলে আপনার জন্য ভিসা ছাড়া বিদেশ সফর কোনো ব্যাপার না। আপনি শুধু সবাইকে বানিয়ে বানিয়ে বলবেন, আপনি বিদেশ সফরে গেছেন। ব্যস, হয়ে যাবে। তবে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে ফটোশপে কিছু ছবি এডিট করে দেখিয়ে দিন, হয়ে যাবে।
স্বপ্ন
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে একেকদিন একেক দেশে ঘুরে আসুন। ভিসার কোনো ঝামেলা নেই। তবে হাতে সময় থাকলে স্বপ্নে চাঁদের দেশটাও ঘুরে আসতে পারেন। অবশ্য একটা কথা মাথায় রাখবেন, ভিসা পেতে হলে টাকা লাগে, কিন্তু স্বপ্ন দেখতে টাকা লাগে না।