রম্য
যে কারণে স্মার্টফোন গরম হয়
স্মার্টফোন গরম হয়ে যাওয়া একটা মোবাইল ব্যাধি। দিন দিন সেটা আশংকাজনক হারে বেড়েই চলেছে। আসলে কেউ জানে না ঠিক কী কারণে স্মার্টফোন গরম হয়। প্রিয় পাঠক, নিরাশ হওয়ার কিছু নেই। স্মার্টফোন গরম হওয়ার সত্যিকারের কারণ বলতে না পারলেও, কিছু কাল্পনিক কারণ দিচ্ছি। আশা করি, পড়ে নিজ দায়িত্ব থেকে হাসবেন।
ঝগড়া
আগে মানুষ সামনাসামনি কিংবা চিঠিপত্র দিয়ে ঝগড়া করত। এখন ডিজিটাল যুগ। সবাই ফোনের মাধ্যমে ভিডিও কল করে ঝগড়া করে। যার ফলে বেচারা স্মার্টফোন রেগে গরম হয়ে যায়।
মানুষ সঙ্গ
মানুষ মাথাগরম প্রাণী। অল্পতে মাথা গরম হয়ে যায়। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলা যায়, মানুষের সঙ্গে স্মার্টফোন থাকতে থাকতে মানুষের মাথাগরম অভ্যাসটা স্মার্টফোনের হয়ে গেছে। সেজন্য স্মার্টফোন অনেক সময় গরম হয়ে যায়।
হাই প্রেশার
ডাক্তারি ভাসায় প্রেশার হাই থাকলে মানুষের শরীর গরম থাকে। সেই হিসেবে বলতে পারি স্মার্টফোনের প্রেশার হাই। সেজন্য কারণে-অকারণে সব সময় গরম থাকে।