রম্য
বাড়িওয়ালার প্রকারভেদ
বাংলাদেশি বাড়িওয়ালাদের কয়েক ভাগে ভাগ করা যায়।প্রিয় পাঠক, আসুন বাংলাদেশের বাড়িওয়ালাদের প্রকারভেদগুলো দেখে নিই।
১. ছ্যাঁচড়
এদের কথায় এবং কাজে কোনো মিল নেই। ভাড়া দেওয়ার সময় এক কথা বলবে, ভাড়া দেওয়ার পর আরেক কথা বলবে। অর্থাৎ, তাদের স্বভাব সেই বিখ্যাত গান লোকাল বাসের মতো।আদর করে ঘরে তুলে ঘাড় ধরে নামায়। এই ক্যাটাগরির বাড়িওয়ালাদের ছ্যাঁচড় বলা যায়।
২. ব্যাচেলর বিরোধী
এই ক্যাটাগরির ভাড়াটিয়ারা ব্যাচেলরবিরোধী। এরা নিজের মেয়ের চাইতেও বাড়ি কিংবা বাসাকে বেশি ভালোবাসে। কেননা, এরা বাসা ভাড়া দিতে বিবাহিত খুঁজে, কিন্তু মেয়ে বিয়ে দিতে ঠিকই ব্যাচেলর ছেলে চায়।
৩. প্রচারমুখী
এই ক্যাটাগরি সাধারণত বাড়িওয়ালীদের জন্য। এরা ভয়াবহভাবে ব্যক্তিগত কোম্পানির প্রচার করে।শাড়ি কিংবা রান্না করার জন্য বাসনকোসন, যাই কিনুক তা তারা ভাড়াটিয়াদের কাছে প্রচার করবেই। অবশ্য তাতে কি লাভ হয় এক মাত্র তারাই জানে।
৪.কিন্তু খোঁজা
এই ক্যাটাগরির বাড়িওয়ালারা সব কিছুতেই ‘কিন্তু’ খুঁজে। উঠতে বসতে এমন কি চলতে। অবশ্য এরা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো। নিজে শান্তি থাকে না, কাউকে থাকতেও দেয় না।